শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বায়ার্নের গোল উৎসব, দাপুটে পিএসজি

ক্রীড়া ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বায়ার্নের গোল উৎসব, দাপুটে পিএসজি

ম্যাচের শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বায়ার্ন মিউনিখ। দাপুটে পারফরম্যান্সে শাখতার দোনেৎস্ককে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় পেল ভিনসেন্ট কোম্পানির দল বায়ার্ন। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। কেভিনের গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরান কনরাড লাইমার। থমাস মুলার সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ওলিসে। এর মাঝে জালের দেখা পান জামাল মুসিয়ালা।

চলতি আসরে ছয় ম্যাচে বায়ার্নের চতুর্থ জয় এটি। তাদের আগের তিনটি জয় ছিল ঘরের মাঠে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে শাখতার। একই রাতের অন্য এক ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব সাল্‌জবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে