মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মেলবোর্নে স্বপ্ন পূরণ হচ্ছে কনস্টাসের

ক্রীড়া ডেস্ক
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মেলবোর্নে স্বপ্ন পূরণ হচ্ছে কনস্টাসের

গত কয়েক দিন ধরে আলোচনায় স্যাম কনস্টাস। বক্সিং ডে টেস্টে অভিষেকের সম্ভাবনায় রোমাঞ্চিত ছিলেন তিনি। তার স্বপ্ন পূরণ হচ্ছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে প্রথমবার জাতীয় দলের হয়ে সাদা পোশাক পরতে যাচ্ছেন কনস্টাস। টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে ওপেনিং করতে যাচ্ছেন ১৯ বছর বয়সি।

চতুর্থ টেস্টে কনস্টাসের অভিষেকের কথা অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রম্ন ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন। প্রথম তিন ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করে বাদ পড়েন নাথান ম্যাকসুইনি। তারই জায়গায় খেলানো হবে কনস্টাসকে। কনস্টাস অভিজাত তালিকায় যোগ দিতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি। ২০১১ সালে অভিষিক্ত বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের পর এই ওপেনার সবচেয়ে কম বয়সে টেস্ট খেলতে যাচ্ছেন।

ভারতীয় পেসারদের সামলাতে প্রস্তুত তরুণ ব্যাটসম্যান। চলতি সিরিজ?ের মাঝেই কনস্টাসের ব্যাটিং দেখা গিয়েছে। প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। নিউ সাউথ ওয়েলসের ব্যাটার কনস্টাস ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছেন ৭১৮ রান। তার মধ্যে তিনটি অর্ধশতক রয়েছে। শেষ প্রথম শ্রেণির ম্যাচে ৮৮ রান করেছিলেন তিনি। দিবারাত্রির টেস্টের আগে প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেখানে অবশ্য যশপ্রীত বুমরা বল করেননি। মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপের বোলিং আক্রমণের বিরুদ্ধে নেমে ৯৭ বলে ১০৭ রান করেছিলেন কনস্টাস। ওই ইনিংসই তাকে জায়গা করে দিয়েছে অস্ট্রেলিয়ার দলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে