মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বিক্ষোভের পর বিপিএল টিকিটের মূল্য প্রকাশ বিসিবির

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বিক্ষোভের পর বিপিএল টিকিটের মূল্য প্রকাশ বিসিবির

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে সোমবার। আসন্ন বিপিএলের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনের পাশাপাশি সরাসরি নির্ধারিত ব্যাংকের শাখা থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে রোববার থেকে।

অনলাইন ছাড়াও মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে স্বশরীরে টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে আজ, ২৯ ডিসেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া কাল ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ব্যাংকের শাখাগুলো হচ্ছে- মিরপুর শাখা (মিরপুর ১১), মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং), উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড), গুলশান শাখা (গুলশান ১ ও ২ এর মাঝামাঝি), ধানমন্ডি শাখা (পুরনো রোড ২৭), কামরাঙ্গীরচর শাখা ও ভিআইপি রোড শাখায় (পল্টন স্কাউট বিল্ডিং)।

এছাড়া অনলাইনেও টিকিট কিনতে হবে দর্শকদের ভিজিট করতে হবে যঃঃঢ়ং://িি.িমড়নপনঃরপশবঃ.পড়স.নফ/

এই লিংকে।

টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে সর্বোচ্চ ২ হাজার টাকা গুণতে হবে দর্শকদের, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া বস্নক): ১,০০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট বস্নক): ১,০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট বস্নক): ৮০০ টাকা, ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড - জিরো ওয়েস্ট জোন): নির্দিষ্ট ৩০০ আসনের টিকিটের মূল্য ৬০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ মোস্তাক ও জুয়েল স্ট্যান্ড) ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০, নর্থান ও সাউদার্ন স্ট্যান্ড ৩০০ এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে