পাটগ্রাম পৌর বিএনপি'র আয়োজনে সাহেব ডাঙ্গা স্টেডিয়াম মাঠে আজ সোমবার দুপুর ২টায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। খেলায় পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে পুরষ্কার বিতরণ করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপ্থির সংগ্রামী সভাপতি সাবেক সফল উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, এইচ এম রকিব হায়দার ও পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।