রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইপসউইচকে উড়িয়ে দিয়ে চারে ফিরল ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইপসউইচকে উড়িয়ে দিয়ে চারে ফিরল ম্যানসিটি

ব্রেন্টফোর্ডের পর ইপসউইচের জালেও দুইবার বল রাখলেন ফিল ফডেন। আগের ম্যাচে দুই গোলের লিড নিয়েও হোঁচট খেতে হয়েছিল ম্যানসিটিকে। রোববার রাতে পোর্টম্যান রোডে গোল উৎসব করেছে তারা। ৬-০ গোলের জয়ে ফডেন দুই গোল করার পাশাপাশি একটি বানিয়ে দিয়েছেন। রবিবারের এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে সেরা চারে ফিরেছে চারবারের বর্তমান চ্যাম্পিয়নরা।

সমান ৩৮ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তারা নিউক্যাসেল ইউনাইটেডকে পেছনে ফেলে চতুর্থ স্থানে। শীর্ষ দল লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট পেছনে তারা। ২৭তম মিনিটে গোলমুখ খোলেন ফডেন। তিন মিনিট পর মাতেও কোভাচিচকে দিয়ে গোল করান তিনি। বিরতির আগে ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ৩-০ করেন ফডেন। হাফটাইমের পরপর জেরেমি ডকু ব্যবধান আরও বাড়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে