রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

১২ বছর পর রঞ্জিতে কোহলি

ক্রীড়া ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
১২ বছর পর রঞ্জিতে কোহলি
বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়াকড়িতে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে ফিরতে শুরু করেছেন। সেই তালিকায় যুক্ত হয়েছে বিরাট কোহলির নাম। তাতে ভারতের প্রথম শ্রেণির ঘরোয়া শীর্ষ টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে ১২ বছর পর ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক। কোহলিকে দিলিস্নর শেষ রাউন্ডের গ্রম্নপ পর্বের ম্যাচে দেখা যাবে। তাদের প্রতিপক্ষ রেলওয়ে। ম্যাচটা শুরু হবে ৩০ জানুয়ারি। চলবে ২ ফেব্রম্নয়ারি পর্যন্ত। কোহলির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন দিলিস্নর হেড কোচ শরণদীপ সিং। তার আগের রাউন্ডে অবশ্য কোহলির না থাকা ছিল নিশ্চিত। যেটা শুরু হচ্ছে ২৩ জানুয়ারি। সৌরাষ্ট্রের বিপক্ষে দিলিস্নর সেই ম্যাচে থাকছেন ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা।

কোহলি বিসিসিআইকে আগেই জানিয়ে দিয়েছেন, ঘাড়ের ব্যথা থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি। সুস্থ হতে বোর্ডার-গাভাস্কার ট্রফির তিন দিন পর ৮ জানুয়ারি একটা ইঞ্জেকশনও নিয়েছেন। কোহলি আসন্ন ম্যাচ খেলতে না পারলেও বোর্ডের কড়াকড়িতে ২৩ জানুয়ারির ম্যাচে অন্যান্য খেলোয়াড়দের খেলতে দেখা যাবে। তাদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা, শুবমান গিল ও যশ্বসী জয়সওয়াল।

এটা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি যে কোহলি ভারতের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্রধান অজিত আগারকারকে রঞ্জিতে খেলার ব্যাপারে কিছু জানিয়েছেন কিনা। রঞ্জির ম্যাচটি শেষ হবে ২ ফেব্রম্নয়ারি। ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ ফেব্রম্নয়ারি। ফলে মাঝে তিনদিন সময় পাচ্ছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে