মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্'িত ছিলেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্'িত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম (উপসচিব) ও অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা। খেলায় বালক বিভাগে চ্যম্পিয়ন হয়েছে ৭৫ নং বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে ৪৫ নং কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলার প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।