রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ নয়, সিরিজ জয়ে চোখ জ্যোতির

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিশ্বকাপ নয়, সিরিজ জয়ে চোখ জ্যোতির
বিশ্বকাপ নয়, সিরিজ জয়ে চোখ জ্যোতির

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিততেই হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়া নিগার সুলতানা জ্যোতিরা দ্বিতীয় ম্যাচে জয় তুলে সম্ভাবনা এখনো বাঁচিয়ে রেখেছে। শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচটি জিততে পারলে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করবে তারা।

যদিও বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, বিশ্বকাপ ঘিরে সমীকরণ মেলানোতে নজর নেই তাদের। তাদের লক্ষ্য একটাই বিদেশের মাটিতে সিরিজ জেতা। এরআগে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের বাইরে একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে প্রতিষ্ঠিত কোনো দলের বিপক্ষে সিরিজ জয়ের কোনো নজির নেই।

বুধবার ক্যারিবিয়ানদের দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বিসিবির ভিডিওবার্তায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, 'সমীকরণের চিন্তা এখনও করছি না। প্রথম ম্যাচ হারার এক দিন পরই দল ঘুরে দাঁড়ালো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। দুটি পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল। মোমেন্টাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দল সেটা পেয়েছে। শেষ ম্যাচে সিরিজ জয়ের একটা চেষ্টা থাকবে। দেশের বাইরে আমরা কখনো সিরিজ জিততে পারিনি। অর্জন করতে পারলে আমাদের দলের জন্য অনেক বড় একটা মাইলফলক হয়ে থাকবে।'

বুধবার আগে ব্যাটিং করে বাংলাদেশ ১৮৪ রান সংগ্রহ করে। সেন্ট কিটসের ব্যাটিং বান্ধব উইকেটে মামুলি এই লক্ষ্যে খেলতে নেমে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের বোলিং সামর্থ্যে পুরোপুরি বিশ্বাস রেখেই এমন জয় এসেছে বলে জানালেন অধিনায়ক, 'প্রথমত, আমি মনে করি যে, দলের বিশ্বাস ছিল। যদিও রানটা অনেক কম। এসব উইকেটে দুইশর বেশি রান না করলে বোলারদের জন্য কাজটা অনেক কঠিন। তবে আমরা যখন মাঠে নামি, এর আগেই বলছিলাম যে, সবাই যেন জয়ের বিশ্বাস রাখি। কারণ, যদি জায়গা মতো বল রাখতে পারি, পরিকল্পনা অনুযায়ী সময়মতো উইকেট নিতে পারি, তাহলে (জেতা) সম্ভব।'

ব্যাটিংয়ে নেমে অন্য ব্যাটাররা ব্যর্থ হলেও অধিনায়ক জ্যোতি ছিলেন উজ্জ্বল। ১২০ বলে তার ৬৮ রানের ইনিংসই মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দলে অবদান রাখতে পেরে দারুণ খুশি এই উইকেটকিপার ব্যাটার, 'আমাদের পরিকল্পনা ছিল আগে বল করা। টসে হেরে যখন ব্যাটিংয়ে গেছি, যেহেতু ভালো ট্র্যাক, আমাদের লক্ষ্য ছিল দুইশর বেশি রান। সেটা পারিনি, আমি চেষ্টা করেছি নিজের ধরনের বাইরে গিয়ে অনেক বেশি বল খেলতে এবং থিতু হতে। এখন দিনশেষে মনে হচ্ছে, রানগুলি অনেক গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য এবং দলের জন্য অবদান রাখতে পেরে অনেক বেশি খুশি।'

ব্যাটিংটা খুব ভালো না হলেও বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিল বাংলাদেশ। সেটাই মনে করিয়ে দিলেন জ্যোতি, 'প্রতিটি বোলার, প্রতিটি ফিল্ডার যেভাবে ১১০ ভাগ দিয়েছে এবং চেষ্টা করেছে, সেটা অসাধারণ ছিল। সবার চেষ্টায় এরকম একটা জয় সম্ভব হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে