প্রথম পাঁচ ম্যাচের তিনটি হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পায়ের তলায় মাটি খুঁজে পেল। বুধবার রাতে তারা রেডবুল সলসবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে অন্তত পেস্ন অফে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৩তম মিনিটে স্প্যানিয়ার্ড জাল কাঁপান। কাউন্টার অ্যাটাক থেকে ভিনিসিয়াসের লম্বা পাস বক্সের মধ্যে জুড বেলিংহ্যাম নিয়ন্ত্রণে নিতে না পারলে রদ্রিগো বল পেয়ে দ্রম্নত লক্ষ্যভেদ করেন। তার গোলে ৩৪ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় রিয়াল। এর মধ্যে বেলিংহ্যামের চতুর ব্যাকহিলে করা অ্যাসিস্ট বিশেষ নজর কেড়েছে।
বিরতির পর কিলিয়ান এমবাপে গোলের খাতায় নাম লেখান। সলসবুর্গ কিপার ও অধিনায়ক জানিস বস্নাসউইচ ড্রিবল করে ফরাসি ফরোয়ার্ডকে কাটাতে পারেননি। বল কেড়ে নিয়ে স্কোর ৩-০ করেন। তারপর ভিনিসিয়াস জুনিয়র দুইবার জাল কাঁপান। ৫৫তম মিনিটে লুকা মদ্রিচের লম্বা পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল ঠেলেন তিনি। ৭৭তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের পাসে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে পঞ্চম গোল করেন। শেষ দিকে ম্যাডস ব্রিস্টাপ এক গোল শোধ দিয়েছিল।
আর সব প্রতিযোগিতা মিলে ভিনিসিয়াস রিয়ালের জার্সিতে ১০১ গোল করলেন। এবার তার চোখ রোনালদো নাজারিওর রেকর্ডে। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে সর্বোচ্চ ১০৪ গোল করা ব্রাজিলিয়ান লিজেন্ডের বেশ কাছে ভিনিসিয়াস। আর এই জয়ে অন্তত নকআউটের পেস্ন অফে জায়গা নিশ্চিত করলো রিয়াল। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার জায়গা থেকে এক পয়েন্ট দূরে মাদ্রিদ ক্লাব। আগামী সপ্তাহে তারা শেষ ম্যাচ খেলবে ব্রেস্টের সঙ্গে।
এই জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে রিয়াল। সমান খেলে সলসবুর্গ মাত্র ৩ পয়েন্ট নিয়ে ৩৪তম স্থানে। তারা ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।