উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির টিকে থাকাই কঠিন হয়ে গেল। বুধবার রাতে দুই গোলের লিড নিয়েও পিএসজির কাছে ৪-২ গোলে হেরেছে তারা। নেমে গেছে ২৫তম স্থানে। পেস্ন অফের সম্ভাবনা তৈরি করতে ক্লাব ব্রম্নগের বিপক্ষে শেষ ম্যাচ জিততে হবে পেপ গার্দিওলার দলকে।
পার্ক দে প্রিন্সেসে দ্বিতীয়ার্ধে আট মিনিটের মধ্যে জ্যাক গ্রিলিশ ও আর্লিং হাল্যান্ড গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন। ৫০ ও ৫৩ মিনিটের এই দুই গোলে পিছিয়ে পড়ার জবাব খুব দ্রম্নত দেয় পিএসজি। চার মিনিটের ব্যবধানে দেম্বেলে ও বারকোলা সমতা ফেরান। ৫৬তম মিনিটে বারকোলার ক্রসে জাল খুঁজে পান দেম্বেলে।