বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আমরা তো ক্রিকেট খেলি টাকার জন্য :মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
আমরা তো ক্রিকেট খেলি টাকার জন্য :মিরাজ
আমরা তো ক্রিকেট খেলি টাকার জন্য :মিরাজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পারিশ্রমিক নিয়ে খুলনা টাইগার্সের কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেই। অন্য কয়েকটি দলে পারিশ্রমিক নিয়ে যা হচ্ছে, তা দেখে খারাপ লাগছে মেহেদী হাসান মিরাজের। তার মতে, এসব ঠিকঠাক সামলাতে না পারলে দেশের ক্রিকেটেরই বদনাম হবে। ক্রিকেট বোর্ডকে ক্রিকেটারদের পাশে থাকার অনুরোধও জানালেন খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ।

চলতি বিপিএলে সমস্যার শুরুটা হয়েছিল টিকিট নিয়ে। টিকিট দেরিতে ছাড়া এবং সঠিক তথ্য না পেয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে মিছিল-স্স্নোগান হয়েছে, টিকিট কাউন্টারে ভাঙচুরসহ আগুন দেওয়া হয়েছে, বিপিএল শুরুর দিন স্টেডিয়ামের মূল ফটক ভেঙে দর্শক ভাঙে ঢুকে যাওয়ার নজিরবিহীন ঘটনাও দেখা গেছে।

টুর্নামেন্ট শুরুর পর আস্তে আস্তে মাঠে প্রচুর দর্শকের উপস্থিতি ও উইকেটের ভালো মানের কারণে টুর্নামেন্ট বেশ জমে উঠবে বলেই মনে হচ্ছিল। কিন্তু পারিশ্রমিকের সমস্যা প্রকাশ্য হওয়ার পর টুর্নামেন্টের অন্য সবকিছু আড়াল হয়ে গেছে। দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস দলের পারিশ্রমিক নিয়ে নানা বিতর্কের ঝড় চলছে এখনো।

সামগ্রিক এই সবকিছু নিয়েই দুর্ভাবনার জায়গা দেখেন মিরাজ। খুলনা টাইগার্সের অনুশীলন শেষে বুধবার সংবাদ সম্মেলনে জাতীয় দলের এই অলরাউন্ডার বললেন,' দেশের দুর্নাম হওয়ার মতো কিছু যেন না হয়। আমার কাছে মনে হয়, প্রত্যেকটি মানুষেরই সাপোর্ট করা উচিত। নতুন একটা পরিবেশ যদি আসে, এটা একটু কঠিন হয়। এবার একটু ভিন্ন হচ্ছে। আমার কাছে মনে হয়, প্রত্যেকটি মানুষের পাশে থাকা গুরুত্বপূর্ণ। যে সমস্যাগুলো হচ্ছে, আমাদের ক্রিকেট বোর্ডে যারা আছেন, যারা দায়িত্বে আছেন, আশা করি এটা সুন্দরভাবে সামলাবেন।'

'দিনশেষে, আমাদের সবারই কিন্তু বদনাম হবে। আমরা যদি ঠিকঠাকভাবে এই জিনিসগুলো সামলাতে না পারি, ঠিকভাবে যদি কাজে লাগাতে না পারি, তাহলে দিনশেষে আমাদের ক্রিকেটের বদনাম হবে। আমাদের সবারই বদনাম হবে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা, বাংলাদেশ ক্রিকেটের যেন বদনাম না হয়। আমরা যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছি, আমরা ভালো করলে সবাই বাহবা দেয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব সেটা বজায় রাখা। গোটা দেশের সামগ্রিক অবস্থার প্রভাবই পড়েছে বিপিএলে। এমনটাই মনে করেন মিরাজ,' অবশ্যই এটা খারাপ লাগছে। দিনশেষে আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি তো টাকার জন্য। পারিশ্রমিক যদি না পাই, প্রতিটি খেলোয়াড়ের জন্য এটা খারাপ। যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, আশা করি তারা এটা নিয়ে কথা বলবেন এবং আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবেন সবার সঙ্গে, যারা ফ্র্যাঞ্চাইজির মালিক আছেন। কোনো সমস্যা হলে ক্রিকেট বোর্ড হয়তো সমাধান দেবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে