বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

শৈশবের ক্লাবেই ফিরছেন নেইমার

ক্রীড়া ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
শৈশবের ক্লাবেই ফিরছেন নেইমার

নেইমার জুনিয়রকে ছেড়ে দিয়েছে আল হিলাল। তার পর শৈশবের ক্লাব সান্তোসকেই যে ঠিকানা বানাচ্ছেন-সেটাও ছিল এক রকম নিশ্চিত। মঙ্গলবার রাতে ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেইসেইরা আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান তারকার ফেরার কথা নিশ্চিত করেছেন। তাতে নেইমার শৈশবের ক্লাবে ফিরছেন প্রায় ১২ বছর পর। মার্সেলো তেইসেইরার ঘোষণার আগেই অবশ্য আল হিলাল জানিয়ে দেয়, নেইমারের সঙ্গে সৌদি ক্লাবটির চুক্তি পারস্পরিক সমঝোতায় বাতিল করা হয়েছে। যেখানে চোটের কারণে মাঠের বাইরেই কেটেছে বেশিরভাগ সময়। খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। গোল ছিল একটি!

সান্তোসে অবশ্য সাফল্যময় ক্যারিয়ার ছিল নেইমারের। এই ক্লাবের হয়ে জিতেছেন ৬টি শিরোপা। তার মধ্যে ২০১১ সালে জিতেছেন মহাদেশীয় কোপা লিবার্তাদোরেসও।

ঘরের ছেলেকে পুনরায় পাচ্ছেন দেখে তাকে সোশ্যাল মিডিয়া চ্যানেলে এভাবেই স্বাগতম জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট, 'ঘরের ফেরার এটাই সময় নেইমার। নিজের লোকদের কাছে ফেরার সময় হয়েছে। নিজেদের ঘর, নিজেদের ক্লাব ও নিজেদের হৃদয়ে ফেরার

সময় হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে