আজ থেকে মাঠে গড়াচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগের (ওয়াইসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা। ২০২৪-২৫ সেশনেও ৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। যেখানে চার দলের মধ্যে রয়েছে সাউথ জোন (খুলনা-বরিশাল), সেন্ট্রাল জোন (ঢাকা+ঢাকা মেট্রো), ইস্ট জোন (চট্টগ্রাম সিলেট), নর্থ জোন (রাজশাহী+রংপুর)।
এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলছেন সাউথ জোনের হয়ে। এ ছাড়া সহ-অধিনায়ক জাওয়াদ আবরার খেলবেন সেন্ট্রাল জোনের হয়ে। আগামীকাল ২২ ফেব্রম্নয়ারি থেকে শুরু হয়ে টি২০ এই ফরম্যাটের ফাইনাল হবে ২৭ ফেব্রম্নয়ারি। টি-টোয়েন্টি ফরম্যাটের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সিলেট একাডেমি মাঠে। শুক্রবারও সিলেটের মাঠে জুনিয়র ক্রিকেটাররা অনুশীলন করেছেন।
তবে যে সব ক্রিকেটাররা প্রথম বিভাগ ক্রিকেটে খেলছেন তারা টি২০ ফরম্যাটে খেলবেন না। একবারে যোগ দিবেন ওয়ানডে ফরম্যাটে। দুঃসংবাদ আরেকটি রয়েছে যুবা দলের তারকা পেসার আল ফাহাদ টি২০ ফরম্যাট খেলতে পারবেন না ইনজুরির কারণে, তবে যোগ দেবেন ওয়ানডে টুর্নামেন্টে।