মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

হতাশা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল বাংলাদেশ দল। আগেই বিদায় নেওয়া নাজমুল হোসেন শান্তদের শেষ ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। কিন্তু বৃহস্পতিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টিই জিতল। বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার নিয়মরক্ষার ম্যাচে টসও হতে দিল না রাওয়ালপিন্ডির ঝুম বৃষ্টি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল দুই দল।

যদিও এই পয়েন্ট ভাগাভাগিতে 'এ' গ্রম্নপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাবই ফেলতে পারছে না। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে যাওয়ায় এই গ্রম্নপ থেকে দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল। একই সঙ্গে পাকিস্তানকে নিয়ে ছিটকে যায় বাংলাদেশ। আগামী রোববার সেমিফাইনালে উঠে যাওয়া ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটি গ্রম্নপসেরা হওয়ার লড়াই।

দুই দলই প্রথম দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে। টুর্নামেন্টের হিসেবে ম্যাচটার গুরুত্ব ছিলো না। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও শেষ ম্যাচে ভালো খেলে কিছুটা আত্মবিশ্বাস অর্জনের লক্ষ্য ছিলো দুই দলেরই। চাপমুক্ত থাকায় নির্ভার ক্রিকেটের প্রত্যাশাও হয়তো ছিল সমর্থকদের। অসময়ের বেরসিক বৃষ্টি তা হতে দিলো না। স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা) আর কোনো আশা না দেখে আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ম্যাচ পরিত্যক্ত হওয়ার সময় পুরো মাঠে জমে ছিল পানি, ঝরছিল বৃষ্টি।

হতাশার আসরে পাকিস্তান ও বাংলাদেশ পেল একটি করে পয়েন্ট। এর আগে প্রতিকূল আবহাওয়ায় রাওয়ালপিন্ডিতে পরিত্যক্ত হয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে