ওয়ানডে বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় এক জয় পেয়েছিল আফগানিস্তান। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জশ বাটলারের দলকে উড়িয়ে দিয়েছে তারা। বড় ইভেন্ট আবারও ইংলিশদের কাবু করে দলটির কোচ জনাথন ট্রট বলেছেন, কোনও দলই আর আফগানদের হালকাভাবে নেওয়ার সাহস করবে না। 'বি' গ্রম্নপের লড়াইয়ে ব্যাট হাতে ইংলিশদের ওপর চড়াও হয়ে খেলেছেন ইব্রাহিম জাদরান। তার ১৭৭ রানের ইনিংসে ভর করে ৩২৫ রানের স্কোরবোর্ড পায় আফগানিস্তান। তার পর বোলাররা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে স্নায়ু ধরে রেখে বল করায় ৮ রানের আরও একটি স্মরণীয় জয় পেয়েছে আফগান দল। তাতে ইংল্যান্ডের বিদায়ও নিশ্চিত হয়েছে। জয়ের ফলে আফগানদের অবশ্য সেমির আশা এখনও টিকে রয়েছে। পাশাপাশি ইংল্যান্ডকে পরাজয়ের মাধ্যমে আইসিসির বড় ইভেন্টে প্রতিষ্ঠিত শক্তিগুলোকে হারানোর ধারাবাহিকতা ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। ২০২৪ সালে তারা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সেমির টিকিট কেটেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও তারা ইংল্যান্ড, পাকিস্তানকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে। ট্রটের মনে হচ্ছে, সম্মিলত প্রচেষ্টায় আফগানিস্তান এই ফল পেয়েছে।