মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ইমরানুর নয়, বিশ্ব ইনডোরে যাচ্ছেন জহির

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইমরানুর নয়, বিশ্ব ইনডোরে যাচ্ছেন জহির

অ্যাথলেটিকস ফেডারেশনের অ্যাডহক কমিটি এসেই বিশ্ব ইনডোরে প্রতিযোগিতার জন্য লন্ডনে থাকা ইমরানুর রহমানকে মনোনীত করেছিল। এ নিয়ে বিতর্ক দেখা দিলে ইমরানুর নিজেই নাম প্রত্যাহার করে নেন। তার জায়গায় জাতীয় অ্যাথলেটিকসে দশমবারের মতো স্বর্ণপদক পাওয়া জহির রায়হানকে মনোনীত করেছে ফেডারেশন।

আগামী ২১-২৩ মার্চ চীনে হতে যাচ্ছে বিশ্ব ইনডোর প্রতিযোগিতা। জহির রায়হান অংশ নেবেনে ৪০০ মিটার স্পিন্টে। এই ইভেন্টে জহির গত বছর এশিয়ান ইনডোরে রৌপ্য পদক পেয়েছিলেন। এবার জাতীয় অ্যাথলেটিকসে ধারাবাহিক পারফরম্যান্স করায় জহিরকে মনোনীত করেছে ফেডারেশন। বৃহস্পতিবার জহির এমন খবর নৌবাহিনী ও ফেডারেশন থেকে জানতে পেরেছেন।

নিশ্চিত হয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন,'বিশ্ব ইনডোরে অংশ নেওয়ার খবর নৌ বাহিনী ছাড়াও শাহআলম স্যার জানিয়েছেন। আসলে এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবর শুনে অনেক ভালো লাগছে। এমনিতে অনেক পরিশ্রম করে যাচ্ছি। এখন পরিশ্রম আরও বাড়িয়ে দিতে হবে। যদিও বিশ্ব আসরে পদক জেতা অনেক কঠিন। তবে আমি চাইবে ২৫ মার্চ নিজের পারফরম্যান্স যেন ভালো হয়। আগের চেয়ে টাইমিংয়ে উন্নতি করে স্থানের দিক দিয়ে যথাসম্ভব ওপরের দিকে থাকতে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে