মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ইসলামাবাদ-লাহোর ম্যাচ দিয়ে শুরু পিএসএল

ক্রীড়া ডেস্ক
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
ইসলামাবাদ-লাহোর ম্যাচ দিয়ে শুরু পিএসএল

বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের লড়াই দিয়ে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। রাওয়ালপিন্ডিতে আগামী ১১ এপ্রিল মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচটি। সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার পিএসএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চার ভেনু্যতে ৩৮ দিন ধরে চলবে ৩৪ ম্যাচের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

লাহোরে আগামী ১৮ মে হবে পিএসএলের শিরোপা নির্ধারণী ম্যাচ। রাওয়ালপিন্ডি ও লাহোর ছাড়া করাচি ও মুলতানের মাঠেও হবে টুর্নামেন্টের খেলা। প্রথম পর্ব শেষে ১৩ মে শুরু হবে পেস্ন-অফের লড়াই। রাওয়ালপিন্ডিতে ওই দিন হবে কোয়ালিফায়ার ম্যাচ। পরে লাহোরে ১৪ ও ১৬ মে দুটি এলিমিনেটর ম্যাচ মাঠে গড়াবে। ফাইনালসহ সর্বোচ্চ ১৩টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে