বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আনসু ফাতির দাম ৯৩৫ কোটি!

ক্রীড়া ডেস্ক
  ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০
আনসু ফাতির দাম ৯৩৫ কোটি!

চেহারায় কৈশোরের ছাপ স্পষ্ট। মাত্র ১৬ বছর হলেও এ বয়সেই জায়গা করে নিয়েছেন বার্সেলোনার প্রধান দলে। আনসু ফাতিকে নিয়ে তাই উচ্ছ্বাসের কমতি নেই বার্সা ম্যানেজমেন্টে। ভবিষ্যতের তারকা হিসেবে অনেকেই খুঁজে পাচ্ছেন ফাতিকে। তাই বিভিন্ন ক্লাবের দৃষ্টিও পড়েছে তার ওপর। এই সুযোগে বার্সাও জানিয়ে দিয়েছে, সহজে ফাতিকে ছাড়বে না তারা। কেউ যদি ফাতিকে দলে ভেড়াতে চায় তবে গুনতে হবে কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রামানে যা কমপক্ষে ৯৩৫ কোটি টাকা!

ফাতির জন্ম পর্তুগালের অধীনস্ত গুয়েনা বিসাউতে। সম্প্রতি নিয়েছেন স্পেনের নাগরিকত্ব। স্পেন জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্যে এগোচ্ছেন। তবে সে পথ পাড়ি দেয়া এখনো ঢেঁড় বাকি। তার আগেই ফুটবল ক্লাব বার্সেলোনায় নিজের নাম উজ্জ্বল করার দিকে মনযোগী এই তরুণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে