বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ভূতপরির সঙ্গে জয়া

তারার মেলা রিপোর্ট
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভূতপরির সঙ্গে জয়া
ভূতপরির সঙ্গে জয়া

জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। এ পর্যন্ত ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি বলিউডে তার যাত্রা শুরু হয়েছে। তার অভিনীত 'কড়ক সিং' গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে। এবার বছরের প্রথম দিনই সুখবর জানালেন জয়া।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভূতপরি' সিনেমার পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ জানিয়েছেন। সিনেমাটি আগামী ৯ ফেব্রম্নয়ারি মুক্তি পাবে।

1

প্রকাশ হওয়া পোস্টারে তাকে ভূতপরির সাজে দেখা গেছে। ভূতপরি সেজে গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন। পাশাপাশি তার পেছনে রয়েছে পরির মতো দুটি ডানা। ছবির ক্যাপশনে জয়া লিখেছেন- 'মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরি হয়? আলাপ হবে ভূতপরির সঙ্গে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে