logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৫ আশ্বিন ১৪২৭

  যাযাদি ডেস্ক   ১১ আগস্ট ২০২০, ০০:০০  

চিটাগং চেম্বারের ওয়েবিনার নির্বাহী ও শিল্পভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ

শিক্ষা ও ব্যবস্থাপনা উন্নয়ন কর্মসূচিকে কীভাবে আরও বেশি শিল্পমুখী করা যায় তা নিয়ে আলোচনার অনুরোধ জানিয়ে শিল্পভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন খাতসংশ্লিষ্টরা। দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) ইনিশিয়েটিভ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের (বিসিই) উদ্যোগে করোনা পরিস্থিতিতে ব্যবসাবাণিজ্য সংপ্রন্ত বিষয়ে 'সার্ভাইভিং দ্য প্যানডেমিক' ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে 'এক্সিকিউটিভ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামস থ্রম্ন ডিজিটাল পস্নাটফর্ম :প্রিপেয়ার্ডনেস, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস' শীর্ষক ওয়েবিনারে এমনটি জানান আলোচকরা।

চিটাগং চেম্বার সভাপতি ও বিসিইর চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এ ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়া আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল এইচএস হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, স্কুল ফর ফিউচার ইনোভেশন ইন সোসাইটি অব আরিজোনা স্টেট ইউনিভার্সিটি ইউএসএর ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. ফাহিম হুসাইন, দৈনিক প্রথম আলোর হেড অব ইয়ুথ প্রোগ্রাম মুনির হাসান এবং চিটাগং চেম্বার পরিচালক ও বিসিইর ট্রাস্টি বোর্ডের মেম্বার সৈয়দ মোহাম্মদ তানভীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিইর প্রধান নির্বাহী ওয়াসফি তামিম।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে