বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের টাউন হল মিটিং

নতুনধারা
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন ও ভবিষ্যৎ দিকনির্দেশনার লক্ষ্যে টাউন হল মিটিং করল ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ১৮ মার্চ সকালে সরাসরি ও ভার্চুয়ালি এই দুইভাবে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহ্‌মুদ হোসেন। এ সময় তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রাজধানীর একটি কনফারেন্স সেন্টারে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তারা। এছাড়া ভার্চুয়ালি দেশে ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখা, আঞ্চলিক কার্যালয়সহ বিদেশের সাবসিডায়ারির সব স্তরের কর্মকর্তা-কর্মচারী এই টাউন হল মিটিংয়ে সংযুক্ত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে