বাংলাদেশ ব্যাংকে 'গভর্নর সচিবালয়' বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গঠন করা হয়েছে 'গভর্নর অফিস'। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই তথ্য তুলে ধরা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি 'গভর্নর সচিবালয়' অবলুপ্ত করে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে 'গভর্নর অফিস' গঠন করা হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো ওই সার্কুলারে উলেস্নখ করা হয়েছে, বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার বহিঃবাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে তাদের অনুপস্থিতকালীন সময়ে তার স্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাপ্তরিক ফোন, সেল ফোন নম্বর ও ই-মেইল অ্যাডড্রেস প্রধান নির্বাহীর কর্মস্থল ত্যাগের পূর্বে গভর্নর অফিসে পাঠাতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, উলিস্নখিত তথ্য নিয়মিতভাবে পাঠানোসহ সব ধরনের পত্র যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত নাম 'গভর্নর অফিস' ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হলো।