রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতা

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতা

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮৫টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১১৮টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৮৯৯ কোটি ২৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৯০ কোটি ৬৯ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৭২০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ৫ পয়েন্ট কমে ১১ হাজার ১৮৭ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক শূন্য দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৯৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত আছে ৮৩টির। দিন শেষে সিএসইতে ২১ কোটি ২২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে