গেস্নাবাল ইসলামী ব্যাংক সম্প্রতি কেএমবি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার লিমিটেড, ইউকে-এর সঙ্গে লন্ডনের একটি স্থানীয় হোটেলে রেমিট্যান্স প্রেরণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। গেস্নাবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং কেএমবি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার লিমিটেড, ইউকে-এর সিইও কামরু মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা কেএমবি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার লিমিটেড, ইউকে-এর মাধ্যমে সহজে, দ্রম্নত ও কম খরচে গেস্নাবাল ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে রেমিট্যান্স প্রেরণ করতে পারবেন। ইউরোপের অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশিরাও শিগগিরই এই সেবা গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি