শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ

  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
কুষ্টিয়ায় এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ
কুষ্টিয়ায় এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুষ্টিয়ার ৫০০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া জেলার প্রান্তিক কৃষকের মধ্যে গত ৩০ সেপ্টেম্বর বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর হায়াত মাহ্‌মুদ এবং ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসীন আলী এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল আলম, সিআরএম ডিভিশন-এর এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলামসহ কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে