বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আরও পেছাল বাণিজ্য মেলা

যাযাদি রিপোর্ট
  ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
আরও পেছাল বাণিজ্য মেলা

দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে ১৫ জানুয়ারি শুরুর পরিকল্পনা থাকলেও তা হচ্ছে না।

নতুন সরকারের দায়িত্বগ্রহণ ও অন্যান্য কারণে আরও কয়েক দিন পিছিয়ে আগামী ২০ কিংবা ২১ জানুয়ারি থেকে মেলা শুরু হতে পারে বলে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন বু্যরো (ইপিবি) জানিয়েছে।

ইপিবি সচিব বিবেক সরকার রোববার দুপুরে বলেন, '১৫ তারিখ মেলা শুরু করার এখন আর সময় নেই। ইতোমধ্যে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকার গঠিত হয়েছে, মন্ত্রিপরিষদও গঠিত হয়েছে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রোববার দায়িত্ব নিয়েছেন। আশা করছি দুই-এক দিনের ভিতর ডেট ফাইনাল হয়ে যাবে।'

তিনি বলেন, 'এখন পর্যন্ত আমরা ২০ থেকে ২১ তারিখের ভিতরে মেলাটি অনুষ্ঠিত হবে মর্মে প্রধানমন্ত্রীর দপ্তরে সারসংক্ষেপ পাঠিয়েছি। সরকার প্রধান যখনই সময় দিবেন, তখনই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।'

নতুন বছরের শুরুতেই বাণিজ্য মেলা শুরুর রেওয়াজ বহু বছরের। কিন্তু এবার বছরের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলা পিছিয়ে যায়।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)। এবারের মেলার প্রস্তুতি জানতে চাইলে ইপিবির সচিব বিবেক সরকার বলেন, 'আমাদের স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ একেবারেই শেষ পর্যায়ে। কোথাও দুই-একটা স্টল থেকে থাকলে সেগুলো হয়তো দুই-একের ভেতরেই বরাদ্দ দেওয়া হয়ে যাবে। মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে।

'ইতোমধ্যে আমাদের বঙ্গবন্ধু প্যাভিলিয়নের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রধান ফটক মানে মূল গেটের কার্যক্রম শুরু করেছে। শিগগিরই শেষ হয়ে যাবে।'

ইপিবি বলছে, এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে