বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি পেতে লাগবে সনদ

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে ৩০ জানুয়ারি জারি করা নির্দেশনা
অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি পেতে লাগবে সনদ

পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে ভর্তুকি পেতে লাগবে অ্যাসোসিয়েশনের সনদ। এই সনদ ভর্তুকির আবেদনের সময় দাখিল করতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে ৩০ জানুয়ারি জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় নির্দেশনা অনুসারে পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে রপ্তানি ভর্তুকির আবেদনের সঙ্গে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন/বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র দাখিলের আবশ্যকতা রয়েছে। এছাড়া সরকারি সিদ্ধান্তক্রমে জানানো যাচ্ছে যে, আলোচ্য খাতে রপ্তানি ভর্তুকির আবেদনের সঙ্গে উলিস্নখিত অ্যাসোসিয়েশনের পাশাপাশি বাংলাদেশ জুট গুডস্‌ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজেজিইএ) ইসু্যকৃত সনদপত্র গ্রহণযোগ্য হবে। বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন তাদের সদস্যভুক্ত রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে এ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী সাময়িকভাবে দুই বছরের জন্য সনদপত্র ইসু্য করতে পারবে এবং বৈচিত্র্যকৃত পাটজাত পণ্যের ক্ষেত্রে সনদপত্র ইসু্যর সময় মূল্যমানের ভিত্তিতে পাটের ব্যবহার নূ্যনতম ৫০ শতাংশ হয়েছে বলে অ্যাসোসিয়েশন নিশ্চিত করতে হবে।

সার্কুলার জারির তারিখ থেকে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে বর্ণিত নির্দেশনা কার্যকর হবে। পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে ভর্তুকি পরিশোধ সংশ্লিষ্ট সব সার্কুলারের প্রযোজ্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে