বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

এবারও একুশে বইমেলা আয়োজনে সহযোগী বিকাশ

নতুনধারা
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
এবারও একুশে বইমেলা আয়োজনে সহযোগী বিকাশ

গত ছয় বছরের ধারাবাহিকতায় এবারও বাংলা একাডেমি আয়োজিত 'অমর একুশে বইমেলা-২০২৪' সহযোগী হিসেবে থাকছে বিকাশ। বরাবরের মতো এবারও মেলায় বই কেনায় বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট কুপন ও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা। এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকদের জন্য বিকাশের উদ্যোগে বইমেলায় আসা পাঠক-লেখক-প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করে, তা বিতরণ করা হবে দেশব্যাপী বিভিন্ন লাইব্রেরিতে।

মেলায় বই কেনার সময় বিকাশ অ্যাপে "গঊখঅ২৪" কুপন কোড যোগ করে পেমেন্টে মিলবে ১০ শতাংশ ডিসকাউন্ট সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। একইভাবে ইউএসএসডি (টঝঝউ)-এর মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। ফলে বইমেলার বেশির ভাগ স্টলে প্রকাশক ও বিক্রেতাদের দেওয়া ছাড়ের ওপর বিকাশ পেমেন্টে অতিরিক্ত এই ছাড় পাঠকদের বাড়তি বই কেনার সুযোগ করে দেবে। অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েব ঠিকানায় যঃঃঢ়ং://িি.িনশধংয.পড়স/পধসঢ়ধরমহ/নড়ড়শ-ভধরৎ-ড়ভভবৎ। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে