সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

স্বপ্ন কিনে নিল কৃষকের ক্যাপসিকাম

নতুনধারা
  ১১ মার্চ ২০২৪, ০০:০০

ক্ষেত ভরা তরতাজা ক্যাপসিকাম প্রথমবার চাষ করেছিলেন জামালপুরের ইসলামপুরের কৃষক হৃদয় হাসান। তবে সবজির চাহিদা না থাকায় বিক্রি করতে না পেরে হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি। অবশেষে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন সুপারশপ 'স্বপ্ন' এই কৃষকের পাশে দাঁড়িয়েছে।

তরুণ এই কৃষকের ক্যাপসিকামগুলো অবশেষে বিক্রি হয়েছে। সম্প্রতি স্বপ্ন'র একটি টিম কৃষকের সঙ্গে কথা বলে সেদিনই ২৫০ কেজি ক্যাপসিক্যাম কিনে নেন এবং পরের দিন আবার বাকি সব ক্যাপসিক্যাম কেনার বিষয়ে কথা সম্পন্ন হয়। এখন থেকে তার উৎপাদিত ক্যাপসিক্যাম চলে যাবে স্বপ্ন'র আউটলেটে।

এর আগে মার্চের প্রথম সপ্তাহে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে 'ক্যাপসিকামের ব্যাপক ফলন, বিক্রি করতে না পেরে কাঁদছেন কৃষক' এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের পরে প্রতিনিধির মাধ্যমে সেই কৃষকের সঙ্গে যোগাযোগ করে স্বপ্ন'র টিম।

স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির জানান, 'আমরা ওই কৃষকের কথা জানতে পেরেছি নিউজের মাধ্যমে। এরপরই আমাদের টিম সেখানে পৌঁছে যায়। তার প্রোডাক্ট আমরা এরই মধ্যে কিনে নিয়েছি।'

কৃষকদের এই সংকটে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে 'স্বপ্ন'। যেখানেই সংকট আর বিপর্যয় কৃষকের জন্য কাল, সেখানেই পৌঁছে যাবে 'স্বপ্ন'। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে