শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ঝুঁকিতে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহ

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০
ঝুঁকিতে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও এক দফা বেড়েছে। শনিবার পণ্যটির আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের বাজারদর ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এর পেছনে ভূরাজনৈতিক উত্তেজনা ও উত্তোলন কমার বিষয়টিকেই সবচেয়ে বেশি দায়ী করছেন বাজার বিশ্লেষকরা। খবর রয়টার্স।

আইসিই ফিউচারস ইউরোপে লেনদেনের শুরুতে জুনে সরবরাহ চুক্তিতে ব্রেন্টের দাম দশমিক ৩৯ শতাংশ বা ২০ সেন্ট বেড়ে ৯১ ডলার ২ সেন্টে উন্নীত হয়। এর আগে বৃহস্পতিবার ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছিল ৯০ ডলার ৬৫ সেন্টে।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) দিনের শুরুতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) দাম মে মাসে সরবরাহ চুক্তিতে ব্যারেলপ্রতি ১৮ সেন্ট বা ২৪ শতাংশ বেড়ে ৮৬ ডলার ৮০ সেন্টে ছিল। এর আগে বৃহস্পতিবার প্রতি ব্যারেলের বাজারদর ১ ডলার ১৬ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৬ ডলার ৫৯ সেন্টে উন্নীত হয়েছিল।

বৃহস্পতিবার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে উভয় বাজার আদর্শের দামে বড় উত্থান ঘটে। পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসে বাজারদর। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা আরও প্রকট হওয়ার আশঙ্কা এবং সরবরাহে সম্ভাব্য ঝুঁকির কারণে প্রায় প্রতিদিনই দাম বাড়ছে জ্বালানি তেলের।

ইসরায়েলি কূটনীতিকদের ওপর ইরানের হামলার হুমকি বাড়তে থাকায় বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসগুলোয় সতর্কতা জারি করা হয়েছে। এ খবর প্রকাশ হওয়ার পর পরই বৃহস্পতিবার জ্বালানি তেলের বাজারে বড় মূল্যবৃদ্ধি দেখা দেয়। গতকালও সে ধারা অব্যাহত ছিল।

ওপেক জোটের তৃতীয় শীর্ষ জ্বালানি তেল উত্তোলক দেশ ইরান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের কনসু্যলার ভবনে বিমান হামলায় রেভলু্যশনারি গার্ডের সাত সদস্য নিহত হওয়ার পর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এ পরিস্থিতিতে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করছে বলে জানিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র ও বিস্তৃত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অঞ্চলটি বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারী। সংঘাতের কারণে অঞ্চলটি থেকে বড় পণ্যটির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অয়েলপ্রাইস ডটকমের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২২ মার্চ থেকে গতকাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অব্যাহত বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ২২ মার্চ প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ছিল ৮০ ডলার ৬৩ সেন্ট। সে হিসাবে ১৮ দিনের ব্যবধানে বাজার আদর্শটির দাম বেড়েছে ১০ ডলারেরও বেশি।

বিশ্ববাজারে দাম বাড়াতে গত বছর কয়েক দফায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানি কমিয়েছে ওপেক ও সহযোগী দেশগুলোর জোট ওপেক পস্নাস। ফলে জ্বালানিটির বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। বিষয়টিও দাম বাড়ার ক্ষেত্রে প্রভাব রাখছে।

ওপেকের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সদস্য দেশগুলো সম্মিলিতভাবে দৈনিক ২২ লাখ ব্যারেল করে উত্তোলন কমাচ্ছে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) উত্তোলন কমানোর এ ধারা অব্যাহত রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়া বিশ্বের তিনটি শীর্ষ জ্বালানি তেল উত্তোলক দেশের একটি। এছাড়া পরিশোধিত জ্বালানি তেল রপ্তানিতেও দেশটির অবস্থান ওপরের দিকে। গত বছর থেকেই রাশিয়ার বিভিন্ন জ্বালানি তেল অবকাঠামোয় হামলা চালিয়ে আসছে ইউক্রেন। এতে দেশটির উৎপাদন সক্ষমতা বাধার মুখে পড়ছে। ব্যাহত হচ্ছে রপ্তানি। এ কারণে বৈশ্বিক সরবরাহ খাতে ঝুঁকি আরও তীব্র হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে