সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতিবিষয়ক সভা

  ১১ মে ২০২৪, ০০:০০
খুলনায় অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতিবিষয়ক সভা
খুলনায় অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতিবিষয়ক সভা

অগ্রণী ব্যাংক পিএলসির খুলনা সার্কেলাধীন অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুলনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর। সভায় বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও মো. আবুল বাশার, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম।

খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নূরুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান কার্যালয়ের পস্ন্যানিং, কো-অর্ডিনেশন এন্ড মার্কেটিং ডিভিশনের উপমহাব্যস্থাপক খোন্দকার লুৎফুল কবীরসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর ব্যাংকের শ্রেণিকৃত ঋণ হ্রাসকরণের পাশাপাশি আমানত বৃদ্ধি, নতুন ঋণ প্রদান, পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে