শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

স্বপ্ননিবাস একক আবাসন মেলা

  ১৬ মে ২০২৪, ০০:০০
স্বপ্ননিবাস একক আবাসন মেলা
স্বপ্ননিবাস একক আবাসন মেলা

শুরু হলো স্বপ্ননিবাস এস্টেস লিমিটেডের দুই দিনব্যাপী আবাসন মেলা। লাইসিয়াম কনফারেন্স সেন্টার, লালমাটিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জমকালো এই উৎসব। মেলা উদ্বোধন করেন স্বপ্ননিবাস এস্টেস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মহিদুর রহমান রাহাত। ডাউনপেমেন্টের নেই ভয়, কিস্তি দিলেই স্বপ্নজয় সেস্নাগানকে সামনে রেখে ২৯টি পস্নটের জন্য অনেক অনেক অফারের সমারোহ নিয়ে চলছে দুই দিনব্যাপী এই আবাসন মেলা। মেলার প্রথম দিন মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতা সাধারণের উপচেপড়া ভিড়। এখানে সেখানে পস্নট নয়, পস্নটটি যেন ঢাকায় হয়। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে