মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২

বেকম্যান'স 'মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার'

বিজ্ঞপ্তি
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
বেকম্যান'স 'মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার'
বেকম্যান'স 'মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার'

দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড বেকম্যান'স বিস্কিটস। দেশের সংকটময় পরিস্থিতে সবসময়ই দেশ ও দেশের মানুষের পাশে থাকে বেকম্যান'স। বন্যার এই পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছে বেকম্যান'স। 'মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার' ক্যাম্পেইন নিয়ে বেকম্যান'স ফেনী, নোয়াখালী, লক্ষ্ণীপুর, কুমিলস্নাসহ আশপাশের অঞ্চলসমূহে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও বেকম্যান'স 'মুহূর্ত এখন পাশে থাকার' ক্যাম্পেইনের ব্যানারে সবার পাশে ছিল জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবার মাধ্যমে। বেকম্যান'স ২০২২ সালেও সিলেটের সুনামগঞ্জ, ছাতক অঞ্চলসমূহে বন্যার্তদের পাশে ছিল। ২০২১ সালে করোনার সময়েও প্রশংসিত হয়েছিল তাদের জরুরি অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসেবা উদ্যোগ 'বেকম্যান'স করোনা ওয়ারিয়র্স। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে