সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ

  ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ

গত দু'মাস ধরে চলমান অস্থিরতা পোশাক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ক্ষতি কাটিয়ে রপ্তানি সচল রাখতে এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে। ২৭ আগস্ট সংগঠনটির সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বাংলাদেশ ব্যাংক ভবনে সাক্ষাৎকারকালে এ সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান। বিজিএমইএ প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুলস্নাহ হিল রাকিব, সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, পরিচালক মেসবাহ উদ্দিন খান, পরিচালক মো. রেজাউল আলম (মিরু)। প্রতিনিধিদলে আরও ছিলেন বিকেএমইএ এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তারা বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে এসব প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর জন্য পোশাক শিল্পের শ্রমিকদের এক মাসের মজুরির সমপরিমাণ অর্থঋণ সহজ শর্তে প্রয়োজন। এই ঋণ পেলে, তা সুদসহ আগামী ১ বছরের মধ্যে পরিশোধ করবেন মর্মে গভের্নর মহোদয়কে প্রতিশ্রম্নতি দেন তারা। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে