রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রাইম ব্যাংকের সঙ্গে আলোক হেলথকেয়ারের চুক্তি

  ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রাইম ব্যাংকের সঙ্গে আলোক হেলথকেয়ারের চুক্তি
প্রাইম ব্যাংকের সঙ্গে আলোক হেলথকেয়ারের চুক্তি

শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি'র সঙ্গে চুক্তি সই করেছে আলোক হেলথকেয়ার লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী প্রাইম ব্যাংকের সব কর্মী আলোক হেলথকেয়ার থেকে প্যাথলজি, রেডিওলোজি অ্যান্ড ইমেজিং, হাসপাতালে ভর্তি এবং ডায়ালাইসিস চিকিৎসায় সর্বোচ্চ ৩০% ছাড় পাবেন। এ ছাড়া ব্যাংকের গ্রাহকরা একই ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন সর্বোচ্চ ২৫% ছাড়ে। প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অফ কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং আলোক হেলথকেয়ার লিমিটেডের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) মো. আবদুস সবুর মিঞা (অব.) ও হেড অফ ফাইন্যান্স এস.এম আজিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে