বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সঙ্গে ঘঊঈ গড়হবু ঞৎধহংভবৎ খঃফ. টক-এর মধ্যে গত ৩১.১০.২০২৪ তারিখে রেমিটেন্স সেবা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। অন্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান এফসিএ। উপস্থিত অতিথিরা গ্রাহক সেবার মান উন্নয়ন ও সর্বোপরি গ্রাহকের সন্তুষ্টির ব্যাপারে মূল্যবান মতামত প্রদান করেন। বাংলাদেশ কমার্স ব্যাংক লি.-এর পক্ষে মোহাম্মদ জিয়াউল করিম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) এবং ঘঊঈ গড়হবু ঞৎধহংভবৎ খঃফ. টক-এর ঈড়ঁহঃৎু গধহধমবৎ মো. ওসমান গণি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ রসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান এবং ঘঊঈ গড়হবু ঞৎধহংভবৎ খঃফ. টক-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় বাংলাদেশ কর্মাস ব্যাংক লি. সরাসরি নিজ ব্যাংকের গ্রাহক ও অন্য ব্যাংকের গ্রাহকদের রেমিটেন্স সেবা প্রদান করতে পারবে। বিজ্ঞপ্তি