সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

'ক্যাপিটাল গেইনের ওপর কর হ্রাসে উদ্যোগ অব্যাহত'

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
'ক্যাপিটাল গেইনের ওপর কর হ্রাসে উদ্যোগ অব্যাহত'

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, বিনিয়োগকারীদের কল্যাণের কথা ভেবে বিএসইসি বাজারে ক্যাপিটাল গেইনের ওপর আরোপিত কর হার হ্রাসের বিষয়ে সরকার এবং এনবিআরের সঙ্গে আলোচনা হচ্ছে। তাই বিষয়টি সমাধানে আমাদের উদ্যোগ অব্যাহত রয়েছে। খুব দ্রম্নতই এ বিষয়টিতে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারব। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ ভবনে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, ডিএসই, সিএসই ও সিডিবিএল শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ বিএসইসির কর্মকর্তা, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য এবং ডিএসইর এমডির নেতৃত্বে প্রতিনিধি দল, সিএসইর সিআরওর নেতৃত্বে প্রতিনিধি দল ও সিডিবিএলের এমডির নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এ সময় ডিএসই, সিএসই, সিডিবিএল, শেয়ারবাজারের ব্রোকারেজ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিসহ বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়। বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে শেয়ারবাজার সংশ্লিষ্ট সংস্কারের জন্য বিএসইসি কাজ করছে। সকলের সঙ্গে সমন্বয় করেই বাজারের জন্য ভালো কিছু করতে চাই। বিএসইসি চেয়ারম্যান শেয়ারবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়নে বিএসইসি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং বিএসইসি সার্ভেইল্যান্স সিস্টেমের আধুনিকায়নে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করেছে বলে জানান।

সভায় সাধারণ বিনিয়োগকারী এবং শেয়ারবাজার উন্নয়ন ও কল্যাণের স্বার্থে শেয়ারবাজারের বিভিন্ন পলিসি নিয়ে বিএসইসি, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, ডিএসই, সিএসই ও সিডিবিএল খোলামেলা আলোচনা করে। এ সময় শেয়ারবাজারের বিদ্যমান কর নীতির প্রয়োজনীয় সংস্কার, শেয়ারবাজারের সার্ভেইল্যান্স এর মানোন্নয়ন ও সার্ভেইল্যান্সের মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনয়নসহ সার্ভেইল্যান্স ব্যবস্থার সংস্কার এবং শেয়ারবাজারের বিদ্যমান শেয়ার লেনদেনের সেটেলমেন্ট সময়কে আরও দ্রম্নত করা ও বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের জন্য সুবিধাজনক করার বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে