ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বাছাইকৃত কর্মকর্তাদের অংশগ্রহণে তিন দিনব্যাপী 'ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব' শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি বুধবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ব্যাংকের মেধাবী জনশক্তির মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি