দেশের বাজারে ব্যাপক চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি হয়েছে। বৃহস্পতিবার এক দিনে ৭১ ট্রাকে এক হাজার ৮১৮ টন আলু আমদানি হয়েছে। এটি বন্দর দিয়ে এক দিনে সর্বোচ্চ আমদানি। এতে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে চার টাকা। দাম কমায় খুশি বন্দরে আলু কিনতে আসা পাইকাররা।
দেশীয় আলুর সরবরাহ কমে যাওয়ায় দেশে হঠাৎ করেই অস্থিতিশীল হয়ে উঠে আলুর দাম। দাম সহনীয় পর্যায়ে ও সরবরাহ স্বাভাবিক রাখতে আলু আমদানিতে শুল্ক কমিয়ে দেয় সরকার। গত ৫ সেপ্টেম্বর ২৫ শতাংশ শুল্ক থেকে কমিয়ে ১৫ শতাংশ ও নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেয়। এরপরও পড়তা না থাকায় সে সময়ে আমদানি শুরু হয়নি। সম্প্রতি দেশে আলুর দাম বেড়ে যাওয়ায় এবং পড়তা পড়ায় গত সপ্তাহ থেকে আমদানি শুরু হয়। প্রথম দিকে দুই থেকে তিন ট্রাক আমদানি হলেও পরে তা বেড়ে ১০ থেকে ২০ ট্রাকে দাঁড়িয়েছে। বন্দর দিয়ে ডায়মন্ড ও কাটিনাল এই দুই ধরনের আলু আমদানি হচ্ছে।
হিলি স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম বলেন, 'বন্দর দিয়ে আগের তুলনায় আলু আমদানির পরিমাণ বেড়েছে। যেহেতু এটি কাঁচাপণ্য তাই যেদিনই ভারত থেকে দেশে আমদানি করা হয় ও বন্দরে প্রবেশ করে সেদিনই ছাড় দেওয়া হচ্ছে।