গত ১৮ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্রান্ড বলরুমে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) র্রুযাল এন্ড পেরি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্ট, ২য় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ও স্টার্টআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন ঘোষণা করেন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি এবং আইএসডিবি'র রিজিওনাল হাব ম্যানেজার মুহাম্মদ নাসিস বিন সুলায়মান, অর্থ বিভাগের সচিব ড. খাইরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি