দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো 'ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ' ষষ্ঠ বর্ষ-এর চট্টগ্রাম বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ নভেম্বর চট্টগ্রাম 'ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ' প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেন সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছেন চট্টগ্রাম বিভাগের সেরা ছয় বাংলাবিদ। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা 'ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ'। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্ত্তী এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম আর এই প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন চ্যানেল আই-এর তাহের শিপন। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও সেলস ম্যানেজার মোহাম্মদ নূর নবী। এছাড়াও সুন্দর হাতের লেখার জন্য সেরা তিনজনকে পুরস্কার তুলে দেন ইস্পাহানি গ্রম্নপের মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শরীফুল ইসলাম। বিজ্ঞপ্তি