মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতনের সপ্তাহ স্বর্ণের বাজারে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতনের সপ্তাহ স্বর্ণের বাজারে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম চলতি সপ্তাহে তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি পতনের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহারের কমানোর গতি কমিয়ে দিতে পারে- এমন সম্ভাবনায় ডলারের বিনিময় হার বেড়েছে। ফলে চাহিদা কমে যাওয়ায় মূল্যবান ধাতুটির দাম কমছে। খবর বিজনেস রেকর্ডার।

গত শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৫৬৫ ডলার ৪৯ সেন্টে নেমে আসে। এ নিয়ে চলতি সপ্তাহে ধাতুটির দাম ৪ শতাংশের বেশি কমে গত ১২ সেপ্টেম্বরের পর সর্বনিম্নে চলে গেছে। মার্কিন ফিউচার মার্কেটেও দাম দশমিক ১ শতাংশ কমে ২ হাজার ৫৭০ ডলার ১০ সেন্টে নেমে এসেছে।

এক মাসের বেশি সময়ের মধ্যে ডলারের বিনিয়ম হারে সবচেয়ে বড় সাপ্তাহিক ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। ফলে অন্যান্য মুদ্রায় লেনদেনকারীদের জন্য স্বর্ণ আরও বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় বাড়ায় ট্রেজারি বন্ডের সুদহারও বেড়েছে। ফলে স্বর্ণের চাহিদাও কমে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে