বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

'হাইজিন ফর অল, পাওয়ার ফর হার' হারপুন লিকু্যইডের ক্যাম্পেইন

বিজ্ঞপ্তি
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
'হাইজিন ফর অল, পাওয়ার ফর হার' হারপুন লিকু্যইডের ক্যাম্পেইন
.

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে মানুষকে স্বাস্থ্যসম্মতভাবে টয়লেট ব্যবহারে সচেতন করতে 'হাইজিন ফর অল, পাওয়ার ফর হার' ক্যাম্পেইন করছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপুন। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো দেশে শতভাগ নারীবান্ধব ও হাইজিন সমৃদ্ধ টয়লেট নিশ্চিতকরণে মানুষকে উদ্বুদ্ধ করা। প্রতিটি মানুষেরই চলতি পথে জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর টয়লেটের কারণে নানা দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এ ছাড়াও দেশের বেশিরভাগ স্কুলে ছেলে-মেয়েদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত টয়লেটের সুবিধা নেই। ফলে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে আমাদের কোমলমতি শিশুরা নানা অসুখে আক্রান্ত হচ্ছে। দেশে শতভাগ স্যানিটেশন নিশ্চিত হলেও শতভাগ হাইজেনিক স্যানিটেশন নিশ্চিত হয়নি। এই সমস্যা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে হারপুন টয়লেট ক্লিনার। স্বাস্থ্যসম্মত টয়লেটের গুরুত্ব, হাইজেনিক উপায়ে টয়লেট ব্যবহার এবং টয়লেট হাইজিন রাখা নিয়ে মানুষকে সচেতন করতে 'হাইজিন ফর অল, পাওয়ার ফর হার' ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইন এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পাশাপাশি হারপুন এর পক্ষ থেকে রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি,উত্তরা, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সরাসরি স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করছে। আমাদের এই ক্যাম্পেইন এর মূল উদ্দ্যেশ হচ্ছে, মানুষকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা এবং সবসময় টয়লেট ব্যবহারের উপযোগী করে রাখার সঠিক উপায় সম্পর্কে জানানো। বিশেষ করে নারীদের জন্য প্রপার এবং হাইজেনিক স্যানিটেশন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে সবাইকে আলোকিত করাই এই ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে