সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) পরিচালনা পর্ষদের ৫৮তম সভা ও ৭৭তম দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সোনালী ব্যাংকের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিডিবিএলের চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান। সভায় সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানসহ পিডিবিএলের সদস্য ২০টি ব্যাংকের প্রধান নির্বাহী/ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যরা অংশ নেন। সভায় ব্যাংক খাতের বর্তমান তারল্য অবস্থা, অধিক দক্ষতার সঙ্গে তারল্য ব্যবস্থাপনার উপায় ও বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তি