শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ওরিয়ন ইনফিউশনের দাম বাড়লো ১৫৮ কোটি টাকা

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮
ওরিয়ন ইনফিউশনের দাম বাড়লো ১৫৮ কোটি টাকা

টানা দরপতনের পর গত সপ্তাহ কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে দেশের শেয়ারবাজারে। এই বাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে ওরিয়ন ইনফিউশন। গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে প্রায় ১৫৮ কোটি টাকা।

এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে চলে আসে। ফলে সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এই কোম্পানির শেয়ার। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বন্ধ থাকায় গত সপ্তাহে শেয়ারবাজারে এক কার্যদিবস কম লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৪ দশমিক ২৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৭৭ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ১৫৭ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৩৭৬ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে