রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

বাকেরগঞ্জ  (বরিশাল) প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ১৮:৩২
বাকেরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
ছবি: যায়যায়দিন

মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সকাল এগারোটায় বাকেরগঞ্জ উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার সদর ক্লাস্টার মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্নস্ট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মোঃ হেমায়েত উদ্দিন। উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও উপজেলায় নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম।

অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় আলোচনা সভা, সুন্দর হাতের লেখা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের , সুন্দর হাতের লেখা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করতে অনুরোধ জানান তাতে শিক্ষার্থীদের শরীর ও মোন ভালো থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ শিক্ষার্থীদের জন্য সবধরনের সহযোগিতা উন্মুক্ত থাকবে বলেও তিনি জানান। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী হিসেবে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরষ্কার পেয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কন্যা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফারিশা সাফওয়ানা নাসির ও গান পরিবেশন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে সুজিত কুমার দত্ত( ২য় স্থান অধিকারী) প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে