সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. ব্যাংকের প্রধান কার্যালয়ে একাডেমিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্ব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য উদ্ভাবনী আর্থিক সেবা প্রদান করার সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রম্নতির প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং একাডেমিয়ার ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ কুতুব উদ্দিন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি