মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ব্যাংক ও এএফআই'র ঔড়রহঃ খবধৎহরম চৎড়মৎধস

  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ ব্যাংক ও এএফআই'র ঔড়রহঃ খবধৎহরম চৎড়মৎধস
বাংলাদেশ ব্যাংক ও এএফআই'র ঔড়রহঃ খবধৎহরম চৎড়মৎধস

বাংলাদেশ ব্যাংক এবং অষষরধহপব ভড়ৎ ঋরহধহপরধষ ওহপষঁংরড়হ (অঋও)-এর যৌথ উদ্যোগে ঢাকার বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে ৩ থেকে ৬ ফেব্রম্নয়ারি ২০২৫ মেয়াদে ঔড়রহঃ খবধৎহরহম চৎড়মৎধসসব ড়হ অফাধহপরহম ডড়সবহ'ং ঋরহধহপরধষ ওহপষঁংরড়হ, খবাবৎধমরহম উরংধমমৎবমধঃবফ উধঃধ ধহফ উরমরঃধষ ঋরহধহপরধষ ঝবৎারপব শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উলেস্নখ্য, আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে দরিদ্র, উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর নীতি নির্ধারকদের মধ্যে পারস্পারিক জ্ঞান, অভিজ্ঞতা, তথ্য ও মতবিনিময়ের মাধ্যমে টেকসই আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ২০০৮ সালে অষষরধহপব ভড়ৎ ঋরহধহপরধষ ওহপষঁংরড়হ (অঋও) নামে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ৮৩টি দেশের ৯০টি প্রতিষ্ঠান এর সদস্য। বাংলাদেশ ব্যাংক ২০০৯ সালে অঋও'র সদস্যপদ গ্রহণ করে। সদস্যপদ গ্রহণের পর থেকেই অঋও'র পরিচালনা পর্ষদ, পরিচালনা পর্ষদের বিভিন্ন কমিটি এবং ওয়ার্কিং গ্রম্নপসহ নানা ফোরামে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। চলতি বছরের ঔড়রহঃ খবধৎহরহম চৎড়মৎধসসব-এ বাংলাদেশসহ সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩২টি দেশের অঋও'র সদস্য সংস্থা থেকে আগত মোট ৪১ জন প্রশিণার্থী অংশগ্রহণ করেন। আলোচ্য প্রশিণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অঋও'র উবঢ়ঁঃু ঈযরবভ ঊীবপঁঃরাব ঙভভরপবৎ ঈযবব ঝড়ড় ণঁবহ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। এছাড়াও উদ্বোধনী দিনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান এবং নির্বাহী পরিচালক জনাব হুসনে আরা শিখা। চারদিনব্যাপী এ আয়োজনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব রূপ রতন পাইন, নির্বাহী পরিচালক জনাব মোঃ খসরু পারভেজ, অঋও'র চড়ষরপু গধহধমবসবহঃ এর প্রধান অঁফৎবু ঐড়াব এবং অঋও ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে