পলস্নী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) (ঈওইজজ-২) শীর্ষক প্রকল্পের বিপরীতে ঈওইজজ-২ ঝড়পরড়-ঊপড়হড়সরপ ঝঁশঁশ নামে ৫ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইসু্যর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২৭/০২/২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ্ এডভাইজরি কমিটি এর সভায় সুকুক প্রসপেক্টাস ও অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি চূড়ান্তকরতঃ কমিটির সদস্যগণ শরীয়াহ্ ঘোষণাপত্র (ঝযধৎরধ্থয চৎড়হড়ঁহপবসবহঃ) এ স্বাক্ষর করেছেন। ৩,০০০.০০ কোটি টাকার ০৭ বছর মেয়াদি আলোচ্য ইজারাহ্ সুকুকের নিলাম আগামী ১২ মার্চ, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ইজারাকৃত সুকুক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার/অরিজিনেটর বিনিয়োগকারীদের বার্ষিক ৯.২৫% হারে ষান্মাসিক ভিত্তিতে ভাড়া প্রদান করবে। বিজ্ঞপ্তি