সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম বন্দরে ৭২ ঘণ্টা বেশি থাকতে পারবে না পণ্যবাহী জাহাজ

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
চট্টগ্রাম বন্দরে ৭২ ঘণ্টা বেশি থাকতে পারবে না পণ্যবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য লোড করার পর কোনো লাইটার জাহাজ ৭২ ঘণ্টার বেশি বন্দর সীমায় অলস বসে থাকতে পারবে না।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশ দেন তিনি। বে-টার্মিনাল প্রকল্পের ডিপিপি আগামী মাসের মাঝামাঝিতে অনুমোদন পেতে পারে। ৫০০ একর জায়গা অধিগ্রহণ করেছি। যত দ্রম্নত বে-টার্মিনাল করতে পারবো, ততই দেশের লাভ বলেও বলেন তিনি।

৫ আগস্ট পরবর্তী বন্দরের নিরাপত্তার বিষয়টি বড় চ্যালেঞ্জ ছিলো উলেস্নখ করে বন্দর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের জন্য আশীর্বাদ। বন্দরের কার্যক্রমকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। ইউএসএর আইএসপিএস টিম অডিট করে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে। এবার কোনো অবজারভেশন ছিল না। উন্নত দেশের গ্রিন বন্দর পুরোপুরি অটোমেটেড। আমাদের কার্গো গ্রোথ ৭-১০ শতাংশ। আমাদের ২০৩০ সালে ৫ মিলিয়ন টিইইউস কনটেইনার হ্যান্ডেল করতে হবে। সিস্টেমের ভেতরে পরিবর্তন আনছি।

তিনি বলেন, ১৯টি অফডককে আরও কার্যকর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাস্টমসের সঙ্গে আমদানি ক্ষেত্রে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের বিপজ্জনক কার্গো অপসারণ করেছি। ১২০টি রেফার (শীততাপ নিয়ন্ত্রিত) কনটেইনার নয় মাস পস্নাগ ছিল, সেগুলো ধ্বংস করা হয়েছে। এ ধরনের কাজ গত ১০-১৫ বছরে হয়নি। সেটা ৩-৪ মাসে করতে পেরেছি। বিদেশি মেইন লাইন অপারেটর ধন্যবাদ জানিয়েছেন। এখনো ১০ হাজার নিলামযোগ্য কনটেইনার পড়ে আছে। ইনভেন্ট্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে